২১১ কোটি টাকার রাজস্ব লোপাট

যুগান্তর প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ০৮:৫১

চট্টগ্রাম কাস্টম হাউজে বহুল আলোচিত কনটেইনার পাচারের মূল হোতা ছিলেন তৎকালীন কমিশনার (বর্তমানে সদস্য) একেএম নুরুজ্জামান।


রাজস্ব লোপাটে একটি বিশেষ সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। পরস্পর যোগসাজশে চক্রের সদস্যরা শুল্কায়ন ছাড়াই অসংখ্য কনটেইনার ছেড়ে দেন। কনটেইনার পাচার মামলায় গ্রেফতার এক আসামির জবানবন্দিতে চাঞ্চল্যকর এমন তথ্য উঠে এসেছে।


আলোচিত এ মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দীর্ঘ তদন্তে কাস্টমসের ১০ কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ৭০ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হতে পারে।


তবে একাধিক সূত্র যুগান্তরকে জানিয়েছে, প্রভাবশালীদের বাঁচানোর জন্য মামলাটির তদন্তে দীর্ঘসূত্রতাসহ নানান জটিলতা ও ফাঁকফোকর সৃষ্টি করা হয়েছে। এ কারণে শেষ পর্যন্ত তাদের আইনের আওতায় আনা সম্ভব নাও হতে পারে। গডফাদারদের কিছুই হবে না-এমন আশঙ্কা অনেকেরই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us