সুখী হতে আমিত্ব থেকে মুক্তি প্রয়োজন

আজকের পত্রিকা অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ১৬:০৬

পৃথিবীর সব থেকে উপদ্রবকারী শব্দ হচ্ছে ‘আমি’। কারণ এই ‘আমি’টা তখন মনে করে, আমাকে কেন্দ্র করেই তো সব। ‘আমি’ই মধ্যমণি। ‘আমি’ তখন হয়ে যায় ‘প্রত্যাশা’! এখন প্রশ্ন হলো—কীভাবে? উত্তরটা সহজ—আমিই যখন সব, তখন আমরা অন্যের ভুল ধরতে ব্যস্ত থাকি! মনে করি, ওর উচিত আমাকে বা আমার সঙ্গে এমন ব্যবহার করা, এভাবে ভালোবাসা, এভাবে মোকাবিলা করা, এভাবে সম্মান করা, পরীক্ষায় এত নম্বর দেওয়া, এটা না দেওয়া, সেটা দেওয়া ইত্যাদি ইত্যাদি।


এই ‘আমি’টা কিন্তু অত্যন্ত উচ্চমাত্রার প্রত্যাশা নিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত পার করছে! এই ‘আমি’র চারপাশে তাহলে কী আছে? চারপাশের পৃথিবীভর্তি শুধু আমার মতামত, আমার সিদ্ধান্ত, আমার ইচ্ছা, আমার অনিচ্ছা, আমার পছন্দ, আমার অপছন্দ, আমি এটা ভালোবাসি, আমি সেটা চাই, আমি এটা চাই না—এই ভাবনাগুলো! আমি, আমি আর আমিই শুধু প্রতিধ্বনিত হয় ইথারে। এটাই আমিত্ববাদ! আপনি কি মনে করেন একজন মানুষের এই আমিময় জীবনটি খুব আনন্দের?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us