কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সমকাল প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ০৯:৫৬

কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার ধামরাইয়ে দ্রুতগামী দূরপাল্লার জামান পরিবহনের একটি বাসচাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হোসেন (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৫) দুজনই সেখানকার পোশাক কারখানা গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিক।


পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ধামরাইয়ের শোলধন গ্রামের নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে ইসরাফিল হোসেন ও তার স্ত্রী স্বপনা আক্তার প্রতিদিনের মতো বুধবার সকালে কর্মস্থলে রওনা দেন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে গ্রাফিক্স টেক্সটাইলের পশ্চিম পাশে পৌঁছানোর পরই ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাদের বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হন। নিহত ইসরাফিল হোসেন কারখানাটির সুপারভাইজার এবং তার স্ত্রী স্বপ্না আক্তার একই কারখানার শ্রমিক। ইসলাফিল হোসেন শোলধন গ্রামের নান্নু মিয়ার ছেলে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা ও গোলড়া হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us