You have reached your daily news limit

Please log in to continue


'মেসি-নেইমার যথেষ্ট নয়, ফ্রান্সের আমাকে দরকার'

সময়ের সেরা ফুটবলারদের তিন জন খেলছেন লিগ ওয়ানে। পিএসজির এই আক্রমণ ত্রয়ী ফরাসি লিগের আবেদন বাড়িয়ে দিয়েছে অনেকখানি। জ্লাতান ইব্রাহিমোভিচ অবশ্য তা মানতে নারাজ। সুইডিশ স্ট্রাইকারের বিশ্বাস, তাকে ছাড়া ক্রমে অবনতির দিকে যাচ্ছে ফ্রান্সের শীর্ষ লিগ।

২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত পিএসজির হয়ে খেলেছেন ইব্রাহিমোভিচ। দলটির হয়ে টানা চারটি লিগ ওয়ান ছাড়াও জিতেছেন ১২টি ঘরোয়া শিরোপা। 

প্যারিসের ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলস্কোরার ইব্রাহিমোভিচ (১৫৬)। এই তালিকায় তার ওপরে আছেন কেবল এমবাপে (১৮৮) ও এদিনসন কাভানি (২০০)।

ইব্রাহিমোভিচ ক্লাব ছাড়ার পরের বছর পিএসজিতে পাড়ি জমান নেইমার ও এমবাপে। গত বছর বার্সেলোনা ছেড়ে তাদের সঙ্গে যোগ দেন মেসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন