শেরপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগী, স্যালাইন সংকট

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১৭:৩৩

শেরপুরে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। অস্বাভাবিক হারে বেড়ে চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। শেরপুর জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৪০ জন রোগী ভর্তি থাকছে। ডায়রিয়া রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। দেখা দিয়েছে কলেরা স্যালাইনের সংকট।  


আজ সোমবার বিকেলে শেরপুর জেলা হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় ডায়রিয়া রোগীরা বারান্দায় এবং মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।


হাসপাতালের রেকর্ড অনুসারে, সোমবার বিকেল ৩টা পর্যন্ত জেলা হাসপাতালে নতুন করে ২৪ জন রোগী ভর্তিসহ ১০৮ জন ভর্তি ছিলেন। আরো ২০ জনকে ছুটি দেওয়াসহ এদিন হাসপাতাল ছেড়েছেন ৪১ জন। আগের দিন রবিবার হাসপাতালে ভর্তি ছিলেন ১৩৪ জন। তার আগের দিন শনিবার ভর্তি ছিলেন ১৩৬ জন এবং শুক্রবারে ভর্তি ছিলেন ১৪৩ জন ডায়রিয়া রোগী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us