দেশজুড়ে গড়ে উঠছে অগোছালো নগর

প্রথম আলো প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১১:১০

যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বাসযোগ্য শহরের তালিকায় ধারাবাহিকভাবে নিচের দিকে থাকে ঢাকা। এ শহর সিরিয়ার দামেস্কর মতো কোনো যুদ্ধবিধ্বস্ত দেশের রাজধানী নয়। বরং এটি উদীয়মান অর্থনীতির একটি দেশের প্রধান শহর। কিন্তু মোটাদাগে পরিকল্পনাহীনতা ও ব্যবস্থাপনার অভাব ঢাকাকে বাসযোগ্যতাহীন একটি নগরে পরিণত করেছে।


ইআইইউর শহরের স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো—এ পাঁচ গুরুত্বপূর্ণ সূচক বিবেচনায় নিয়ে বাসযোগ্যতার তালিকাটি করে। প্রতিষ্ঠানটির ‘বিশ্ব বাসযোগ্যতা সূচক-২০২২’ শীর্ষক প্রতিবেদনে ঢাকা ১৭২টি শহরের মধ্যে ১৬৬তম অবস্থান পেয়েছে। এ শহরের দিকে খালি চোখে তাকালেই বোঝা যায় অবস্থা কতটা করুণ।


বাংলাদেশের রাজধানী পাঁচ দশক ধরে অপরিকল্পিতভাবে বড় হয়েছে। চট্টগ্রামও একই পথে হাঁটছে। বাকি বিভাগীয় ও বড় শহর ঘিরে কোনো ক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই, কোনো ক্ষেত্রে পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন সামান্য। সব মিলিয়ে দেশের প্রায় ৯৭ শতাংশ এলাকাই অনুমোদিত (গেজেটভুক্ত) ভূমি ব্যবহার পরিকল্পনার বাইরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us