‘যেভাবে বেঁচে আছি, এইভাবে বেঁচে
থাকতে থাকতে একদিন রাষ্ট্র হয়ে যাব’
প্রায় সাতসকালে আমার দিল্লির আস্তানায়, বন্ধু, কবি প্রবাল কুমার বসু ভালোবেসে নিজের লেখা যে চটি বই হাতে গুঁজে দিয়ে ব্যস্তসমস্ত হয়ে গাড়ি স্টার্ট দিল, ধীরেসুস্থে তা পড়তে গিয়ে প্রথমেই ওই ওপরের লাইনগুলো চোখে পড়ল।
তারপর থেকে অনবরত ওই লাইনগুলো আউড়ে যাচ্ছি। একদিন রাষ্ট্র হয়ে যাব। যাব। যাব। যাব। কেমন হবে সে রাষ্ট্র! প্লেটোর কল্পনার রাষ্ট্র! লেনিনের বলা রাষ্ট্র! না হিটলারের ফ্যাসিবাদী স্টেট!!