দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চরম ব্যর্থতায় গতকাল রোববার নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর লেনদেন শুরু হয়েছে। আর ডিএসইর এ ব্যর্থতায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসগুলোকে। এ কারণে এদিন প্রত্যাশিত লেনদেন করতে পারেননি অনেকে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সকাল সাড়ে নয়টায় লেনদেন শুরুর কয়েক মিনিট আগে বিনিয়োগকারীরা দেখেন, লেনদেনযন্ত্রে কোনো ক্রয় বা বিক্রয়াদেশ দেওয়া যাচ্ছে না। ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারীদের ক্রয় বা বিক্রয়াদেশ কার্যকর করতে গিয়েও তা পারেননি। ততক্ষণে লেনদেনের সময়ও পার হয়ে যায়। কিন্তু ডিএসইর পক্ষ থেকে কাউকে কিছু জানানো হয়নি।