না, একেবারে হারিয়ে যাবে না ভলিউম বা পাওয়ার সুইচ। অনুমান বলছে, নতুন আইফোনের প্রো এবং প্রো ম্যাক্স সংস্করণে যান্ত্রিক ভলিউম ও পাওয়ার বাটনের বদলে আসতে পারে ‘সলিড-স্টেট’ টগল, আর এতে থাকবে ‘হ্যাপটিক ফিডব্যাক’ প্রযুক্তি।
অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও’র তথ্য অনুযায়ী, ‘আইফোন ৭’-এ সর্বপ্রথম আসা ‘সলিড-স্টেট হোম’ বাটনের মতো কাজ করতে পারে এইসব টগল, যেগুলো শারীরিকভাবে চাপ দিয়ে নীচে নামানো না গেলেও ব্যবহারকারীর স্পর্শে কেঁপে ওঠে।
কেজিআই সিকিউরিটিজের এই বিশ্লেষকের খ্যাতি রয়েছে অ্যাপলের আসন্ন পণ্য প্রযুক্তি নিয়ে প্রায় নির্ভুল ভবিষ্যদ্বাণী করার।
‘আইফোন ৮’-এর পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাজেট-বান্ধব ‘আইফোন এসই’-তেও আছে এই বাটন। অ্যাপলের ‘ট্যাপ্টিক ইঞ্জিনের’ মাধ্যমে চলে এগুলো।
একই প্রযুক্তি ব্যবহার করে ‘আইওএস ১৬’তে হ্যাপটিক কিবোর্ড সুবিধা চালু করেছে অ্যাপল। ম্যাকবুকের ‘ফোর্স টাচ’ ট্র্যাকপ্যাডেও এটি ব্যবহৃত হয়েছে।