রাশিয়া–ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে চলছে মন্দা। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রধান দেশগুলো কমিয়ে দিয়েছে পোশাক ক্রয়। এর ধাক্কা এসে পড়ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান আশঙ্কা প্রকাশ করেছেন, ‘চলতি অক্টোবর মাসে পোশাক রপ্তানি ২০ শতাংশ কমবে।’
আজ রোববার বিজিএমইএ নিজস্ব ভবনে আয়োজিত মিট দ্যা প্রেস উইথ ফারুক হাসান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘এ অর্থবছরের প্রথম দুই মাসে, জুলাই-আগস্টে প্রবৃদ্ধি ভালো ছিল। কিন্তু গত দু’মাসে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ক্রয়াদেশ ক্রমশ কমছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি-৭.৫২ শতাংশ হ্রাস পেয়েছে। আমার আশঙ্কা চলতি অক্টোবর মাসে তৈরি পোশাক রপ্তানি কমবে ২০ শতাংশ।’