আবারও একসঙ্গে অপূর্ব-পায়েল

আজকের পত্রিকা প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১৮:১৫

গত শুক্রবার নতুন একটি নাটকের শুটিং শেষ করলেন অপূর্ব। নাটকটির নাম ‘ঈর্ষা’। এই নাটকে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। কেয়ার সঙ্গে অপূর্বর এটাই প্রথম কাজ নয়। এর আগে আরও অনেক নাটকেই একসঙ্গে অভিনয় করেছেন দুজন। বলা চলে কেয়াকে পরিচিতি এনে দিয়েছে যে নাটকগুলো তাঁর বেশির ভাগই অপূর্বর সঙ্গে করা। ঈর্ষা নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ শাকিল। শাকিলের সঙ্গে অপূর্ব এর আগে বেশকিছু কাজ করলেও কেয়া কাজ করলেন দ্বিতীয়বারের মতো।


কেয়া পায়েল বলেন, ‘সৈয়দ শাকিল ভাইয়ের নির্দেশনায় দ্বিতীয়বার কাজ করলাম। বেশ ভালো লেগেছে তাঁর নির্দেশনা। আর অপূর্ব ভাইয়া আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে কাজ করে অভিনয়ের অনেক কিছু শিখেছি, বুঝেছি, জেনেছি। তিনি ভালো মনের একজন মানুষ এবং সহশিল্পীকে ভীষণ সহযোগিতা করেন।’


ঈর্ষা নাটকটি রচনা করেছেন মেজবাহউদ্দীন সুমন। রোমান্টিক গল্পের নাটক এটি। শুক্রবার রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে নাটকটির শুটিং সম্পন্ন হলো। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘সৈয়দ শাকিল ভাইয়ের নির্দেশনায় এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি জেনে-বুঝে নাটক নির্মাণ করেন। তাই তাঁর সঙ্গে কাজ করতে ভালো লাগে। আর শুটিংয়ের ফাঁকে তাঁর সঙ্গে আড্ডাটাও জমে দারুণ। এই নাটকে আমার সঙ্গী হয়েছে কেয়া পায়েল। অভিনয়ে সে দিনকে দিন ভালো করছে। ভালোর এই চেষ্টাটা ধরে থাকলে ভবিষ্যতে এক নতুন কেয়াকে পাব আমরা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us