দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও নান্দনিক ফুটবলের জন্য বিখ্যাত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
একাধিক জরিপের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ডানপন্থি বর্তমান প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সমর্থন আরও কমেছে এবং প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভা সুবিধাজনক অবস্থানে আছেন।
জরিপ প্রতিষ্ঠান ডাটাফোলহা ও কোয়াএস্ট উভয়ই জানিয়েছে, লুলা ৫২ শতাংশ ও বলসোনারো ৪৮ শতাংশ ভোট পেতে পারেন। বলসোনারো ৩ দিন আগেও লুলার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে ছিলেন। সে সময় সংশ্লিষ্টরা মনে করছিলেন, শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন বলসোনারো।
সব মিলিয়ে, বেশিরভাগ জরিপের ফল বলছে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে ফিরতে যাচ্ছেন লুলা। এটি হতে পারে এক অসামান্য রাজনৈতিক পট-পরিবর্তন। এর আগে দুর্নীতির অভিযোগে তার কারাদণ্ড হয়েছিল। তবে আপিলের পর আদালত তা বাতিল করে।