You have reached your daily news limit

Please log in to continue


আল্লাহর দান বরকতময় ও স্থায়ী হয় যখন

আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা শোকর আদায় করো- আমি তোমাদের আরও বাড়িয়ে দেব’ কৃতজ্ঞতা জ্ঞাপন মহান আল্লাহর দেওয়া নেয়ামতকে স্থায়ী ও বরকতময় করে দেওয়ার ঘোষণা এটি। কোরআনুল কারিমে মহান আল্লাহ তার সাধারণ ও বিশেষ নেয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে আরও বলেন-

یٰۤاَیُّهَا النَّاسُ اذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰهِ عَلَیۡکُمۡ ؕ هَلۡ مِنۡ خَالِقٍ غَیۡرُ اللّٰهِ یَرۡزُقُکُمۡ مِّنَ السَّمَآءِ وَ الۡاَرۡضِ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاَنّٰی تُؤۡفَکُوۡنَ

‘হে মানুষ! তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ কর। তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দান করে? তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তাহলে কীভাবে তোমরা বিপথগামী হচ্ছ?’ (সুরা ফাতির : আয়াত ৩)

তাহলে আল্লাহর দান ও নেয়ামতকে স্থায়ী ও বরকতময় করার অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহর সাহায্য ও তার শুকরিয়া আদায় করা। প্রতিটি কাজে আল্লাহর শুকরিয়া আদায় করলই মহান আল্লাহ বান্দাকে তার দেওয়া নেয়ামত তথা দান বরকতময় ও স্থায়ী করবেন।

তাছাড়া আল্লাহ তাআলার ইবাদত ও তাঁর প্রতি কৃতজ্ঞতা আদায়ের দায়িত্ব পালন করতেই আল্লাহ তাআলা এসব নেয়ামত দিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আরও ঘোষণা করেন-

وَ مَا بِکُمۡ مِّنۡ نِّعۡمَۃٍ فَمِنَ اللّٰهِ ثُمَّ اِذَا مَسَّکُمُ الضُّرُّ فَاِلَیۡهِ تَجۡـَٔرُوۡنَ

‘আর তোমাদের কাছ যেসব নেয়ামত আছে, তা আল্লাহর পক্ষ থেকে। এরপর দুঃখ-দুর্দশা যখন তোমাদের স্পর্শ করে তখন তোমরা শুধু তার কাছেই ফরিয়াদ করো।’ (সুরা নাহল : আয়াত ৫৩)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন