ছন্দে থাকা মেসি-নেইমাররা মাঠে নামছেন আজ

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ১২:১০

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে আজ মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ১৩তম লিগ ম্যাচ। ঘরের মাঠে এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ ট্রয়েস। বাংলাদেশ সময় আজ (শনিবার) রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।


দুর্দান্ত ফর্মে রয়েছে মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজি। লিগে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১০টিতেই জিতেছে তারা, ড্র করেছে বাকি ২টি ম্যাচ। অন্যদিকে ট্রয়েস তাদের ১২ ম্যাচের তিনটিতে জিতেছে, পাঁচটিতেতে হেরেছে, বাকিটা চারটি ম্যাচ ড্র করেছে। বর্তমানে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে পিএসজি আছে সবার ওপরে। ১২ ম্যাচে ৩২ পয়েন্ট তাদের। বিপরীতে ট্রয়েস ১২ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ১৩ পয়েন্ট, তাদের অবস্থান ১১-তে।


লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন দল পিএসজির আক্রমণ ভাগের তিন তারকাই রয়েছেন দারুণ ছন্দে। নিজেদের সর্বশেষ ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফাকে গোলবন্যায় ভাসিয়েছেন তারা। মেসি ও এমবাপ্পে করেছিলেন জোড়া গোল। লক্ষ্য ভেদ করেছিলেন নেইমারও। ট্রয়েসের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত পিএসজির স্কোয়াডে আছেন এই তিনজনই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us