নারীদের শরীরে যেসব ক্যানসার বাসা বাঁধে, তার মধ্যে স্তন ক্যানসার অন্যতম। স্তন ক্যানসারে শুধু নারীরাই নন, পুরুষেরাও আক্রান্ত হতে পারেন। তবে নারীদের আক্রান্তের হার বেশি।
উপসর্গ প্রকাশের পর দ্রুত চিকিৎসা নিয়ে স্তন ক্যানসার প্রতিরোধ করা যায়। তবে আমাদের দেশে বেশির ভাগ নারীই স্তন ক্যানসার সম্পর্কে সচেতন নন। সামাজিক রক্ষণশীলতার কারণে স্তন শব্দটিই যেখানে ট্যাবু, সেখানে স্বভাবতই এই সম্পর্কে কথা বলতে সংকোচ বোধ করেন অনেক নারী।
স্তন ক্যানসা
শরীরের ভেতরে কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে একসময় শক্ত পিণ্ড বা টিউমারে পরিণত হয়। টিউমার সাধারণত বেনাইন ও ম্যালিগন্যান্ট—এই দুই ধরনের হয়ে থাকে। বেশির ভাগ স্তন টিউমারই বেনাইন বা ক্ষতিকর নয়। তবে ১০ থেকে ১৫ শতাংশ টিউমার ম্যালিগন্যান্ট। এই টিউমার রক্তনালির লসিকা ও অন্যান্য মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে। টিউমারের ছড়িয়ে যাওয়ার এই প্রবণতাই ক্যানসার।