ডিসেম্বরে ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড: তুলে ধরা হবে ডিজিটাল বাংলাদেশের সক্ষমতা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ১৬:৪৪

ডিসেম্বরে ঢাকায় আয়োজিত হবে আইসিটি খাতের বড় আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২২’। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল বাংলাদেশের সক্ষমতা জানান দিতে ৮ থেকে ১১ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) অনুষ্ঠিত হবে এই আয়োজন।


এই উপলক্ষে বুধবার রাতে (২৬ অক্টোবর) রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে ‘অ্যাম্বাসেডর নাইট’ আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তুলে ধরে এর মূল আয়োজক সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ডিজিটাল ওয়ার্ল্ডের মাধ্যমে মেড ইন বাংলাদেশ থেকে আইসিটি পণ্য রফতানিকারক দেশ হিসেবে বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন দিগন্ত উন্মোচন করতে চায় সরকার।


ডিজিটাল ওয়ার্ল্ড ২০২২ আয়োজন সম্পর্কে বিদেশি রাষ্ট্রগুলোকে জানাতে এবং বিদেশি অতিথিদের আমন্ত্রণের উদ্যোগ হিসেবে এই অ্যাম্বাসেডর নাইট আয়োজন করা হয়। এতে সৌদি আরব, মালদ্বীপ, মরক্কো, ব্রুনাই, তুরস্ক, দুবাই, সুইডেন, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া এবং ভুটানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us