হিজাব ইস্যুতে উত্তাল ইরানে আন্দোলনকারীদের ওপর আবারও গুলি চালিয়েছে দেশটির পুলিশ। ‘সঠিকভাবে’ হিজাব না পরার অভিযোগে ‘নৈতিকতা পুলিশের’ হাতে গ্রেপ্তারের পর মারা যাওয়া ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির শহরে এ ঘটনা ঘটেছে। খবর- বিবিসির।
মাহসা আমিনির মৃত্যুর ৪০ দিন উপলক্ষে বুধবার (২৬ অক্টোবর) তাঁর কবরের পাশে হাজারো শোকসন্তপ্ত মানুষ জমায়েত হন। তাঁরা ‘নারী, জীবন, স্বাধীনতা’, ‘স্বৈরশাসকের মৃত্যু’, ‘বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে’ ও ‘কুর্দিস্তান হবে ফ্যাসিস্টদের কবরস্থান’ বলে স্লোগান দেন। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, এ সময় মানুষের ওপর গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তাকর্মীরা।