নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ সঙ্গে জড়িত আরও পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
বুধবার রাজধানীর ডেমরা এলাকা থেকে মো. আব্দুল্লাহ (২২), মো. তাম্বুল ইসলাম (৩৩), মো. জিয়াউদ্দিন (৩৭), মো. হাবিবুল্লাহ (১৯) এবং মো. মাহামুদুল হাসানকে (১৮) গ্রেপ্তার করা হয় বলে ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান জানান।
তবে এ দলটির নেতা শামীম মাহফুজকে এখনও গ্রেপ্তার করা যায়নি জানিয়ে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, “তাদের দলনেতা শামীম মাহফুজকে গ্রেপ্তার করা গেলে এই সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য জানা যাবে।"
এর আগে গত ২০ অক্টোবর বান্দরবান ও রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে জামাতুল আনসারের সাত সদস্য এবং তিন পাহাড়িকে গ্রেপ্তারের খবর দেয় র্যাব।