চুল পড়া বন্ধ করার পাশাপাশি খুশকি দূর করতে চাইলে আদা ব্যবহার করতে পারেন চুলের যত্নে। আদায় রয়েছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং ভিটামিন। এই পুষ্টিগুলি চুলের ফলিকলকে পুষ্ট ও মজবুত করে এবং চুল পড়া কমায়। এছাড়া আদায় অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-সেপটিক উপাদান রয়েছে, যা খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে। কীভাবে চুলের যত্নে ব্যবহার করবেন আদা? জেনে নিন সেটাই।
আদা এবং লেবুর রস
২ টেবিল চামচ আদা বাটা, ৩ টেবিল চামচ তিলের তেল, আধা চা চামচ লেবুর রস মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। মিশ্রণটি চুলের গোড়ায় এবং চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
আদা ও নারিকেলের তেল
আদার সঙ্গে অলিভ অয়েল, নারিকেল তেল বা জোজোবা অয়েল মিশিয়ে ব্যবহার করলে চুল হবে মজবুত। ১ টেবিল চামচ আদা বাটার সঙ্গে ১ টেবিল চামচ তেল মিশিয়ে সচুলের গোড়ায় লাগান। কয়েক মিনিট ভালো করে ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
আদার পেস্ট
আদার পেস্ট সরাসরি লাগাতে পারেন চুলে। এটি চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ২ টেবিল চামচ গ্রেট করা আদা অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এই পেস্টটি মাথার ত্বকে লাগিয়ে এক ঘণ্টা রাখুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
পেঁয়াজ ও আদা
পেঁয়াজ সালফার সমৃদ্ধ, যা চুলের যত্নে অনন্য। আদা-পেঁয়াজের মিশ্রণটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল ঘন করে। ২ টেবিল চামচ থেঁতো করা আদা এবং ১টি থেঁতো করা পেঁয়াজ থেকে রস বের করে নিন। এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন।