দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতলে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন বলে জানান সাকিব আল হাসানও।
তবে টস হারলেও বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টির আভাস থাকায় রান তাড়ায়ও কোন সমস্যা দেখছেন না বাংলাদেশ অধিনায়ক। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। ব্যাটার ইয়াসির আলি রাব্বিকে বসিয়ে খেলানো হচ্ছে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টেন ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, এইডেন মার্কাম, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিক নরকিয়া, তাবরাইজ শামসি।