মেসিরা নামছেন নকআউট টিকিট কাটতে

সমকাল প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১৪:২২

আজ জিতলেই নকআউট পর্বের টিকিট পেয়ে যাবেন মেসি-নেইমাররা। এরই মধ্যে গ্রুপ পর্বে চার ম্যাচ থেকে ৮ পয়েন্ট জোগাড় করে ফেলেছেন। সেক্ষেত্রে ২ পয়েন্ট পেলেও শেষ ষোলো নিশ্চিত হয়ে যেত তাঁদের। কিন্তু মাকাবি হাফিয়াকে আজ হারাতে পারলে মোট ১১ পয়েন্ট ঝুলিতে পুরবে পিএসজি। একই দিন মাঠে নামবে রিয়াল মাদ্রিদও। তাদের প্রতিপক্ষ লাইপজিগ। যদিও এরই মধ্যে শেষ ষোলোতে পা রেখেছে লস ব্লাঙ্কোসরা। তাই এ ম্যাচ নিয়ে খুব একটা চিন্তা নেই তাদের। আর একাধিক তারকা খেলোয়াড়কে আজ বিশ্রামও দিতে পারেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।


সর্বশেষ হাফিয়ার বিপক্ষে গত ১৫ সেপ্টেম্বর মাঠে নেমেছিল পিএসজি। যে ম্যাচটি ৩-১ গোলে জেতে লিগ ওয়ানের ক্লাবটি। পিএসজির হয়ে গোল পান আক্রমণভাগের তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। আজকের ম্যাচেও তাঁদের দিকে থাকবে নজর। চলমান মৌসুমে তিনজনই দারুণ ছন্দে আছেন। লিগ ওয়ানের সেরা গোলদাতার আসনে এক নম্বরে এখন কিলিয়ান। ১০ গোল ও দুই অ্যাসিস্ট তাঁর নামের পাশে। ৯ গোলের সঙ্গে ৭ অ্যাসিস্ট নিয়ে তালিকার দুইয়ে নেইমারের নাম। আর মেসি আছেন ৮ নম্বরে। আর্জেন্টাইন তারকা মোট গোল করেছেন ৬টি। আর অ্যাসিস্ট ৯টিতে। তবে মাকাবিও চাইবে অঘটনের জন্ম দিতে। অবশ্য কাজটা মোটেও সহজ হবে না তাদের জন্য। তবু ফুটবল বলে কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us