জাপানের নতুন অর্থমন্ত্রী হলেন শিগেইউকি গোতো

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১২:৪৩

জাপানের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে এবার নতুন অর্থমন্ত্রী নিয়োগ দেওয়া হলো। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার (২৫ অক্টোবর) সাবেক স্বাস্থ্যমন্ত্রী শিগেইউকি গোতোকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সম্প্রতি বিতর্কিত একটি ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে যোগসূত্রের জেরে দেশটির অর্থমন্ত্রী পদত্যাগ করেন।


বিরোধী আইন প্রণেতাদের পদত্যাগের আহ্বানের কয়েক সপ্তাহের পর, সাবেক অর্থমন্ত্রী দাইশিরো ইয়ামাগিওয়া সোমবার তার পদত্যাগপত্র জমা দেন। তিনি বলেন যে, ইউনিফিকেশন চার্চের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে বেশি সময় নিয়েছেন।


মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন যে, তিনি গোতোকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিচ্ছেন কারণ তিনি অভিজ্ঞ একজন রাজনীতিবিদ। অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে তিনি দক্ষ এবং একজন ভাল উপস্থাপক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে তিনি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে আর্থ-সামাজিক সংস্কারে কাজ করবেন’।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us