বাংলা ভাষার কিংবদন্তি গীতিকার ও কণ্ঠশিল্পী কবীর সুমন বাংলাদেশেও ব্যাপকভাবে জনপ্রিয়। এ গায়কের কথা ও সুরে এর আগে গান গেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবে এবার কবীর সুমনের সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইবেন আসিফ।
আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসিফ এক পোস্টেএ তথ্য জানান।
স্ট্যাটাসে আসিফ লেখেন, ‘আলহামদুল্লিল্লাহ। কোনো উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্র সঙ্গীত জীবনে উনার সান্নিধ্য পেয়েছি। আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ, কবীর সুমন চেয়েছেন আমি যেন তার সঙ্গে ডুয়েট গান করি। এ গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।