দেশে প্রথমবারের মতো সরকারিভাবে শিশুকে জিন থেরাপির উদ্যোগ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ১৪:৩২

দেশে প্রথমবারের মতো স্পাইনাল মাসকিউলার এট্রফিতে (এসএমএ) আক্রান্ত কোনও শিশুর জন্য জিন থেরাপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে এই থেরাপি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। এটি দেশের স্বাস্থ্য বিভাগের জন্য একটি মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি। 


চিকিৎসকরা জানান, স্পাইনাল মাসকিউলার এট্রফিতে একটি বিরল ও জটিল স্নায়ুতন্ত্রের জন্মগত রোগ যা জেনেটিক কারনে হয়ে থাকে। বিগত শতকে এর কোনো চিকিৎসা ছিল না। যার কারণে সারা পৃথিবীতে অসংখ্য শিশু মৃত্যুবরণ করেছে। এ রোগে আক্রান্ত শিশুরা বসতে বা দাঁড়াতে পারে না। তবে তাদের বুদ্ধিমত্তা ঠিক থাকে। কিন্তু শ্বাসতন্ত্রের ইনফেকশন এবং জটিলতার জন্য মৃত্যুবরণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us