৭০ কোটি গ্রাহকের জন্য নিজস্ব ব্লকচেইন ভিত্তিক প্ল্যাটফর্মে ‘ইউজারনেইম’ নিলামে তোলার ঘোষণা দিয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম।
এই নিলাম ‘দ্য ওপেন নেটওয়ার্ক’ বা টন ব্লকচেইনে চলবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী কোম্পানিটি। এর ফলে, শুক্রবার ‘টনকয়েন’ সংশ্লিষ্ট বিভিন্ন ক্রিপ্টো টোকেনের দাম বেড়েছে ১০ শতাংশেরও বেশি।
ব্রিটিশ অনলাইন সংবাদমাধ্যম ‘ইন্ডিপেন্ডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, টেলিগ্রাম অ্যাপের সঙ্গে সমন্বয়ের উদ্দেশ্যে এই প্ল্যাটফর্ম তৈরি করেছিল কোম্পানিটি। তবে, মার্কিন ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন (এসইসি)’র আপত্তির কারণে ২০২০ সালে এটি বন্ধ হয়ে যায়।