একটি বেসরকারি কোম্পানির মার্কেটিং বিভাগে রাজধানীতে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কাজ করতেন বগুড়ার সিরাজুল ইসলাম। বেতন ও সেলস কমিশন মিলে প্রতিমাসে ভালোই ইনকাম ছিল। কিন্তু কোভিডের প্রকোপ বেড়ে যাওয়ায় কোম্পানির অবস্থা খারাপ হলে, ২০২০ সালে মার্চ মাসে তাকে চাকরিচ্যুত করা হয়।
চাকরি হারানোর পর দুইমাস ঢাকায় অবস্থান করে অন্য কোম্পানিতে চাকরি খুঁজেও ব্যার্থ হন সিরাজুল। এরপর সিদ্ধান্ত নেন গ্রামে চলে যাওয়ার।
২০২০ সালের জুন মাসে গ্রামে চলে যাওয়ার পর জীবিক নির্বাহের জন্য গ্রামের বাজারেই ছোট একটি ফার্মেসি দেন সিরাজুল। চাকরিকালে জমানো ৪ লাখ টাকা বিনিয়োগ করে খুচরা ওষুধ বিক্রির এই দোকান দেন তিনি।
বগুড়া জেলার শিবগঞ্জ থানার সাহারবাজার নামের ওই বাজারে শুধু সিরাজুল নয়, কোভিডকালে তার মতো চাকরি হারানো আরো চারজন বিভিন্ন ছোট ব্যবসা শুরু করেছেন বলে জানান তিনি।