দুই-তিন মাসের মধ্যে জাতীয় গ্রিডে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে: প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১৭:১৪

আগামী দুই-তিন মাসের মধ্যেই ভোলা গ্যাসক্ষেত্র থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাহাজে করে জাতীয় গ্রিডে যোগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী।


রোববার (২৩ অক্টোবর) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত শিল্পখাতে জ্বালানি সংকটের প্রভাব প্রশমন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।


কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) আকারে গ্যাস পরিবহন করা হবে বলে উল্লেখ করেন তিনি।


তৌফিক এলাহি বলেন, "বর্তমান স্পট মার্কেটের দরে আগামী ছয় মাস যদি আমরা ২০০ এমএমসিএফ গ্যাস আমদানি করি,  তাতে দীর্ঘমেয়াদী এলএনজির চেয়ে অতিরিক্ত খরচ হবে প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার।" 


কিন্তু এই পরিমাণ ডলার বিনিয়োগের মতো অবস্থানে সরকার নেই বলে জানান তিনি।


"বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আমরা কেউই জানি না। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে," যোগ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us