‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’ বানিয়ে বড় পর্দার নির্মাতা হিসেবে নজর কেড়েছেন দীপংকর দীপন। তার নির্মাণাধীন তৃতীয় ছবি ‘অন্তর্জাল’ এর শুটিং শেষের দিকে। নতুন খবর হচ্ছে, এফডিসির প্রযোজনায় জানুয়ারি থেকে ‘আকাশ যোদ্ধা’ ছবির শুটিং করতে যাচ্ছেন দীপন।
চ্যানেল আই অনলাইনকে দীপংকর দীপন জানান, ‘আকাশ যোদ্ধা’ ছবির বেশিরভাগ শুটিং হবে আকাশে। বীর উত্তম শামসুল আলমের জীবনী নিয়ে নির্মিত হবে এ ছবি, যিনি ১৯৭১ সালে ‘অপারেশন কিলো ফ্লাইট’র পাইলট ছিলেন। বড় স্কেলে নির্মিত হতে যাওয়া এ ছবির বাজেট প্রায় ৪ কোটি টাকা! “শামসুল আলমের জীবন পর্যবেক্ষণ করে পুরোপুরি ইমপ্রেসড। আমার কাছে মনে হচ্ছে, ঠিকভাবে এই মানুষের জীবনী দেখাতে পারলে বাঙালি জাতি সাহস পাবে। কারণ তিনি সত্যিকারের হিরোর সংজ্ঞা বদলে দেয়ার মতো কাজ করেছেন। মৃত্যুর আগেও তার মধ্যে গান, ফান, এনার্জি সবকিছুই ছিল।