গত ৮ সপ্তাহে ৫-১১ বছর বয়সী ৫০ লাখ শিশু করোনাভাইরাসের টিকা নিয়েছে, ফলে চলতি মাসের মধ্যে এই বয়সী ১ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য যে পূরণ হচ্ছে না, তা মানছেন সরকারের কর্মকর্তারা।
শিশুরা টিকা নিতে বেশ আগ্রহী হলেও ব্যবস্থাপনাগত কিছু জটিলতার কথা বলছেন তারা। এখন আশা করা হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহে লক্ষ্য পূরণের।
দেশে মহামারী শুরুর পরের বছর ২০২১ সালের শুরুতেই টিকাদান শুরু হয়। প্রাপ্তবয়স্কদের দিয়ে শুরুর পর বছরের শেষে ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকার আওতায় আনা হয়।
তার প্রায় এক বছর পর ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও টিকা দেওয়া শুরু করে সরকার।
গত ১১ অগাস্ট ঢাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী পরীক্ষামূলকভাবে টিকা নেয়। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের এই টিকা সিটি করপোরেশন এলাকার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পুরোদমে দেওয়া শুরু হয় গত ২৫ অগাস্ট।