বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘জড়িত’ থাকার কথা জানিয়ে পুলিশ বলছে, প্রশ্নপত্র বিক্রির বিনিময়ে দুই থেকে সাত লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে।
প্রশ্ন ফাঁসের ঘটনায় বিমানের পাঁচ কর্মীকে গ্রেপ্তারের পর শনিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ।
তিনি জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় নাম আসা সরকারি মালিকানার এয়ারলাইন্সটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম যাচাই-বাছাই করা হচ্ছে।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবির এই কর্মকর্তা বলেন, “প্রথম দিকে সাত লাখ, পরে দুই লাখে নেমে আসে প্রশ্নপত্রের দাম।