মোংলা বন্দরে আমদানি-রপ্তানি বাড়ছে

প্রথম আলো প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ১৫:০৮

বিলাসপণ্যের আমদানি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সংকটের পরও দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা দিয়ে বেড়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। চলতি অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে আগের বছরের (২০২১-২২) একই সময়ের তুলনায় আমদানি-রপ্তানি বাণিজ্য প্রায় দ্বিগুণ বেড়েছে।


বন্দর কর্তৃপক্ষ বলছে, পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে গতি এসেছে। তবে ব্যবহারকারীরা বলছেন, সরকারি পর্যায়ে আমদানির সার ও গম, সিমেন্ট শিল্পের কাঁচামাল, কয়লা ও গাড়ি আমদানির ওপর নির্ভর করে আমদানি বাড়ছে এই বন্দর দিয়ে।


মোংলা কাস্টম হাউসের তথ্যে দেখা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে (১ জুলাই থেকে ১৬ অক্টোবর) মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন হয়েছে ৪০ লাখ ৪৮ হাজার টন। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয়েছিল ২২ লাখ ৮৮ হাজার টন। অর্থাৎ আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়ার হার প্রায় ৭৭ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us