বিশ্বের সাবেক নারী শীর্ষ খেলোয়াড় এবং দু’বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)। গতকাল (শুক্রবার) এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে সংস্থাটি ।
জানা যায়, ডোপ পরীক্ষা করে হালেপের রক্তে নিষিদ্ধ ওষুধের নমুনা পাওয়া গিয়েছে। তারপরই রোমানিয়ার এই টেনিস তারকার উপর নেমে এসেছে শাস্তি।
এ নিয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩১ বছর বয়সী এই রোমানিয়ান টেনিস তারকাকে শর্তসাপেক্ষে নিষিদ্ধ করা হলো। টেনিস অ্যান্টি ডোপিং প্রোগ্রাম (টিএডিপি)-এর ৭.১২.১ আর্টিকেলের অধীনে নিষিদ্ধ করা হয়েছে হালেপকে।