চলতি বছরের মার্চের শেষদিকে পটুয়াখালীর বাউফলে একটি সেতু নির্মাণকাজ শুরু হয়। সেই সেতুর নির্মাণসামগ্রী রাখা হয়েছে একটি মাদ্রাসার শ্রেণিকক্ষে। এতে মাদ্রাসার অন্তত ২ শ্রেণিতে পাঠদান বিঘ্নিত হচ্ছে।
এ দিকে, যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় লোহার বিমের ওপর দিয়ে পারাপার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত সেপ্টেম্বরে আবার সেতুটির কাজ বন্ধ হয়ে যায়।
এ ঘটনা পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশে খালের ওপর নির্মাণাধীন সেতুকে ঘিরে।
সেতু নির্মাণ শুরুর পর থেকে গত প্রায় ৭ মাস শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রিকশাচালকসহ এলাকাবাসী চরম ভোগান্তিতে আছেন।
দরপত্র অনুযায়ী নির্মাণ কাজ না করার অভিযোগও আছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে।