বেসামরিক লোকজনের ওপর সহিংসতা অব্যাহত, আশ্রয়ের খোঁজে তারা

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ০৮:৩৮

মিয়ানমারজুড়ে বেসামরিক লোকজনের ওপর সহিংসতা অব্যাহত আছে। বিভিন্ন সীমান্ত এলাকায় মিয়ানমারের সামরিক বাহিনী ও নৃগোষ্ঠীভিত্তিক সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে সংঘাত চলছে। এমন প্রেক্ষাপটে নিরাপদ আশ্রয়ের খোঁজে মিয়ানমারের ভেতরে ও সীমান্তে ছুটছে দেশটির বাসিন্দারা। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সুরক্ষাবিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ কথা জানান।


ইউএনএইচসিআর আশ্রয়প্রার্থী মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিতে এ অঞ্চলের দেশগুলোকে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আশ্রিত মিয়ানমারের বাসিন্দাদের জোরপূর্বক মিয়ানমারে ফেরত না পাঠানোরও আবেদন জানিয়েছে সংস্থাটি।


মিয়ানমারের প্রবাসী জাতীয় ঐক্য সরকার (এনইউজে) বলেছে, মিয়ানমারজুড়ে জান্তার সামরিক বাহিনীর সঙ্গে জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্স ও অন্য জাতিগোষ্ঠীগুলোর বাহিনীর সংঘর্ষ চলছে। বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যসহ বিভিন্ন স্থানে জান্তাবিরোধী গোষ্ঠীর প্রভাব ও কর্তৃত্ব জোরালো হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us