বন্ধ হচ্ছে না কার্টুন নেটওয়ার্ক

বণিক বার্তা প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ০২:০২

গত সপ্তাহে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি খবরে হতাশা ছড়িয়েছিল আশি ও নব্বইয়ের দশকের শিশু-কিশোরদের মনে। সত্যিই কি তাহলে কার্টুন নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে? ওয়ার্নার ব্রাদার্স ও কার্টুন নেটওয়ার্কের একত্রীকরণের খবরই ছিল এমন শঙ্কার কারণ। দুর্ভাবনা ছিল, হয়তো এর মধ্য দিয়েই শেষ হয়ে যাবে শৈশব-কৈশোরে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো, আর অস্তিত্ব থাকবে না সিএনের। অবশেষে তাদের আশ্বস্ত করল কার্টুন নেটওয়ার্ক। এক টুইট বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমরা কিন্তু মৃত নই, শুধু ৩০-এ পা রাখছি।


টুইটে আরো বলা হয়, ভক্তদের বলতে চাই-আমরা কোথাও যাচ্ছি না। প্রিয় ও উদ্ভাবনী সব কার্টুনের জন্য আমরা আপনাদের ঘর হয়ে ছিলাম ও থাকব। আরো বেশি কিছু আসছে শিগগিরই।


বছরের পর বছর ধরে দারুণ সব কার্টুন উপহার দিয়েছে কার্টুন নেটওয়ার্ক। তার মধ্যে রয়েছে টম অ্যান্ড জেরি, স্কুবি ডু, লুনি টিউনস, পাওয়ার পাফ গার্লস, ডেক্সটার্স ল্যাবরেটরি, কারেজ দ্য কাওয়ার্ডলি ডগ ও ফ্লিন্টস্টোনস-এর মতো কার্টুনের নাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us