অস্টিওপরোসিসকে মানবদেহে নীরব ঘাতক হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে বিশ্ব অস্টিওপরোসিস দিবস উপলক্ষে এক সায়েন্টিফিক সেমিনারে তারা এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক এ এফ এম রুহুল হক বলেন, অস্টিওপরোসিস এমনই এক নীরব ঘাতক যে ৭-১০ দিন ওষুধ খেলে এর থেকে আরোগ্য লাভ করা সম্ভব নয়। এখন তো আমরা এসব নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু আগে তার সুযোগ ছিল না। এখনই সময় মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার—অস্টিওপরোসিস মোকাবিলায় কী কী পদক্ষেপ প্রয়োজন।