২০১৯ সালে অ্যামাজন প্রাইমে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘ফোর মোর শর্টস প্লিজ!’। পরের বছরই আসে দ্বিতীয় কিস্তি। মুক্তির পর থেকেই খোলামেলাভাবে যৌনতা তুলে ধরায় অনেক দর্শক সিরিজটির সমালোচনা করেন। কোনো কোনো সমালোচক সিরিজটির নাম দেন ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র ‘দেশি সংস্করণ’। তবে সমালোচনা হলেও মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় ‘ফোর মোর শর্টস প্লিজ!’ প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা সিরিজের একটি হিসেবে স্বীকৃতি পায়। ২০২০ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় সিজন নিয়েও একই বিতর্ক হলেও সেটি দর্শকেরা পছন্দ করেন। তৃতীয় সিজন মুক্তির আগেও সিরিজটি নিয়ে তৈরি হয়েছে একই বিতর্ক।
‘ফোর মোর শর্টস প্লিজ!’—এর তৃতীয় কিস্তি মুক্তি পাওয়ার কথা ২১ অক্টোবর। এর আগে মুক্তি পাওয়া ট্রেলার দেখে অনেক দর্শকই মন্তব্য করেছেন, সিরিজটিতে যৌনতা ছাড়া কিছু নেই। দর্শকের এমন প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলেছেন সিরিজের অভিনেত্রীরা।