ঘরে-বাইরে মহাসংকটে মিয়ানমার জান্তা

যুগান্তর ড. দেলোয়ার হোসেন প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ১০:৩৭

সামগ্রিক ক্ষমতা পাকাপোক্তকরণ ও সামরিক শাসনকে চিরস্থায়ী রূপ দিতে মিয়ানমারের সামরিক জান্তা ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে। তারা ২০২০ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে, যা তাদেরই তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল।


১৯৬২ সাল থেকে দীর্ঘ পাঁচ দশকেরও অধিক সময় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থেকে সামরিক জান্তা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে তার ক্ষমতার বিস্তার ঘটায়। নির্যাতন ও নিপীড়ন থেকে শুরু করে হত্যা ও ধর্ষণসহ এমন কোনো অপরাধ নেই যা সামরিক জান্তা করেনি।


পরবর্তীকালে দীর্ঘদিনের সামরিক শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জোট ক্ষমতায় আসার মাধ্যমে দেশটিতে গণতন্ত্রায়ণের প্রক্রিয়া শুরু হয়। তখন থেকে সামরিক জান্তা ও এনএলডি ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে যৌথভাবে রাষ্ট্র পরিচালনা করে আসছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us