৯ দিনেও ভিজিএফ কর্মসূচির চাল পাননি ভোলার জেলেরা। চাল না পেয়ে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা। বাধ্য হয়ে কোনও কোনও জেলে গোপনে নদীতে মাছ ধরতে নামছেন। এরই মধ্যে আটক হয়েছেন অনেক জেলে, কেউ কেউ কারাগারেও গেছেন। তবে তালিকাভুক্ত হয়েও ২৫ হাজার জেলে পাচ্ছেন না খাদ্য সহায়তা।
সর্বশেষ শনিবার (১৫ অক্টোবর) দুপুরে ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌ-পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌ-পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় ২৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ও জেলা মৎস্য বিভাগ।
ইলিশের প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে ৭ থেকে ২৮ অক্টোবর দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে।