কোনো সন্দেহ নেই, চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের একজন বর্ষীয়ান নেতা সিটি করপোরেশনের মেয়রকে বেশ ‘অভব্য’ ভাষায় আক্রমণ করেছেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিতে গিয়ে পরিষদের সভাপতি নুরুল আবসার মেয়র রেজাউল করিম চৌধুরীকে ‘তুই-তোকারি’ তো করেছেনই, উপরন্তু চট্টগ্রামছাড়া করার হুমকিও দিয়েছেন।
ধারণা করি, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে বর্তমান মেয়রের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার কোনো আশ্বাস না পেয়ে অন্য অনেকের মতোই তিনি ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন, জনসভায় সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে তাঁর বক্তব্যে।
তিনি বলেছেন, কারও দয়ায় নয়, বিদ্যুৎ, পানি, আয়কর, ট্রেড লাইসেন্স ইত্যাদি ১১ রকমের কর দিয়ে এ শহরে মানুষ বসবাস করছে, কারও দয়ার ওপর নির্ভর করে নয়। বক্তব্যের এ পর্যায়ে গৃহকর বাড়ানোর একতরফা সিদ্ধান্ত নিলে মেয়রকে চট্টগ্রাম শহর ছেড়ে চলে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।