গেল মৌসুমে টটেনহামের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ম্যাচের কথা মনে করেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামার দুদিন আগে টটেনহাম কোচ অ্যান্তোনিও কন্তে জানিয়েছিলেন, সে ম্যাচে আমরা রোনালদোর কাছে হেরেছি, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে নয়। আশা করি সে এ ম্যাচে নিষ্প্রভ থাকবে।
ম্যানইউর বিপক্ষে গতকালের ম্যাচে রোনালদোকে নিষ্প্রভ করার কোনো প্রয়োজনেই পড়েনি কন্তের শিষ্যদের। কেননা পর্তুগিজ তারকা ম্যাচে নামারই সুযোগ পায়নি। শুরুর একাদশে তো জায়গা হয়নি উল্টো ম্যানইউ কোচ এরিক টেন হাগ গতকাল ম্যাচে বদলি হিসেবেও নামাননি তাঁকে। এমন উপেক্ষায় ক্ষুব্ধ হয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই আবারও দলের ডাগআউট ছেড়েছেন রোনালদো।
এ মৌসুমে বেঞ্চ গরম করাটা যেন রোনালদোর নিয়মে পরিণত হয়েছে। শুরুর একাদশে কোনোভাবেই সুযোগ পাচ্ছেন না গুরু টেন হাগের কৌশলে। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডেও গতকাল নামেননি কোচ তাঁকে। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে মাঠে নামার জন্য গা গরম করছিলেন সিআরসেভেন। কিন্তু বদলি হিসেবেও শেষ পর্যন্ত তাঁকে মাঠে নামাননি কোচ।