‘বুড়িমার চকলেট বোম’ তো কিনেছেন, সেই রূপকথার পিছনে আছে এক ছিন্নমূলের লড়াই

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ১৮:৪৫

‘বুড়িমার চকলেট বোম’। এক সময় জনপ্রিয়তার তুঙ্গে ছিল। এখনও আতশবাজির ক্ষেত্রে বুড়িমার নাম মনে আসে। বেশি করে বুড়িমাকে মনে পড়ে কালীপুজোর আগে।


তিনি সবার কাছেই ‘বুড়িমা’। বাবারও, ছেলেরও। তাঁর চকোলেট বোম না হলে তো কারও কালীপুজোই জমত না একটা সময়ে। এখন ডেসিবেল ধরে বাজির শব্দ মাপার যুগে সে নাম অনেকটাই মলিন। তবে এক বড় সময় জুড়ে বুড়িমাই শব্দবাজির সাম্রাজ্য চালাতেন। শুধুই কালীপুজোয় নাকি! ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচেও শচীন-সৌরভদের জয় মানেই ‘বুড়িমা’-র গর্জন। কোহালি, রোহিতদের আমলে সেটা কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us