মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে আজ বুধবার। তবে রুপির দরপতনের বিষয়টি বোঝাতে রেকর্ড শব্দটা ক্লিশে হয়ে যাচ্ছে। কারণ, প্রতি মাসেই অন্তত কয়েকবার রুপির দর অভূতপূর্বভাবে কমে যাচ্ছে।
এক ডলারের বিনিময়ে এখন ৮২ দশমিক ৯৫ রুপি পাওয়া যাচ্ছে। রুপির দরে এর আগে এতটা পড়েনি। খবর ইকোনমিক টাইমসের।
কিন্তু বিষয়টি নাকি এমন নয় যে ভারতীয় মুদ্রার পতন হচ্ছে, মূলত ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে, আর সে কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মত দিলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর এ কথার প্রতিক্রিয়ায় বিশেষজ্ঞরা বলেন, বিষয়টি অনেকটা মুরগি আগে নাকি ডিম আগে—এমন কুতর্কের মতো হয়ে গেল। এদিকে রুপির দরপতন ঠেকাতে নিজেদের সেরাটা দেওয়ার কাজ করছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)—এ কথাও বলেছেন নির্মলা।