স্কটল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই প্রত্যাশিত হার। ৪২ রানের বড় পরাজয়ে শুরু হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ছিল তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
অন্যদিকে প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছিল জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডকে হারিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচটিতে ছিল তাদের এগিয়ে যাওয়ার লক্ষ্য। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে জিম্বাবুয়ে প্রথম ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে পারলো না। ওয়েস্ট ইন্ডিজও চায়নি প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখাতে। শেষ পর্যন্ত তারাই সফল হলো। ৩১ রানে জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের অবস্থান টিকিয়ে রাখলো ক্যারিবীয়রা।