ল্যাকমের আসরে নানা মেজাজের পোশাক

প্রথম আলো প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ১৩:৩৭

কোভিডের স্থবিরতা কাটিয়ে দুই বছর পর আবার মহাসমারোহে ফিরল ল্যাকমে ফ্যাশন উইক। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল এবারের আসর। ১২ থেকে ১৬ অক্টোবর পাঁচ দিনে নামীদামি ডিজাইনারদের সঙ্গে নবীনদের দাপটও দেখা গেছে। বরাবরের মতোই বিভিন্ন নকশার পোশাক পরে র‍্যাম্প আলোকিত করেছেন একঝাঁক বলিউড তারকা। ডিজাইনারদের ব্যতিক্রমী আয়োজন, তারকাদের দ্যুতি, দেশ-বিদেশের ফ্যাশনপ্রেমীদের রংবেরঙের পোশাক—সব মিলিয়ে জমজমাট ছিল ফ্যাশনের এই মহোৎসব।


সূচনার রাত


ডিজাইনার অনামিকা খান্নার পোশাক দিয়ে শুরু হয় এবারের ল্যাকমে। আলোর ঝরনা, আগুনের ফুলকির মধ্যে তাঁর নকশা করা পোশাক পরে জিও ওয়ার্ল্ড সেন্টারের ‘ফাউন্টেন অফ জয়’-তে হেঁটেছিলেন মডেলরা। অনামিকার ‘একে-ওকে’ শিরোনামের সংগ্রহে ছিল স্ট্রিট পোশাকের বৈচিত্র্য। ছিল র‌্যাপ পোশাক, পাজামা সেট, জ্যাকেট আর সাদা কুর্তার বাহার। অনামিকার আয়োজনে নজর কেড়েছিল থ্রিডি ফুলের নকশা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us