বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে 'ইন্টেন্ট', 'ইমপ্যাক্ট' শব্দগুলো বেশি বেশি শোনা যাচ্ছে। বিশেষ করে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম আসার পর থেকে এই দুটি শব্দের এত প্রচার। তার মুখনিঃসৃত শব্দটি দলের টিম ডিরেক্টর থেকে শুরু করে ক্রিকেটারদের কণ্ঠেও এখন শোনা যায়। কিন্তু মাঠে তার বাস্তবায়ন দেখা যায় না।
গতকাল সোমবার আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও যেমন দেখা যায়নি। আফগানদের ১৬০ রানের জবাবে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ। চরম ব্যাটিং ব্যর্থতায় হেরেছে ৬২ রানে। এই ব্যর্থতার পেছনে কোনো অজুহাত দেখালেন না মোসাদ্দেক হোসেন সৈকত, '১৬০ রানের মধ্যে আমরা একটা দলকে রাখতে পারছি, এটা আমাদের তাড়া করা উচিত। আগেও বললাম যে দল হিসেবে ভালো করতে পারছি না।