রাজধানীর বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার এক থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। তবে ১২ ঘণ্টার সম্ভাব্য লোডশেডিং হতে পারে শুধু শ্যামপুরের কয়েকটি স্থানে। এখানে বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। এ প্রতিষ্ঠান ছাড়া ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব আছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় গত ১৮ জুলাই। সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়।
ডিপিডিসির দায়িত্বশীল দুজন কর্মকর্তা নামপ্রকাশ না করে প্রথম আলোকে বলেছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সপ্তাহে দুইদিন শ্যামপুর শিল্প কারখানা বন্ধ থাকে।তাই সোম ও মঙ্গলবার এই এলাকায় বিদ্যুতের বরাদ্দ কমে যায়। এতে ১০-১২ ঘণ্টা লোডশেডিং করার সূচি দেওয়া হয়।বাকি পাঁচদিন এত বেশি থাকে না।