পাঠকের মনে থাকার কথা, গত বছরের ২৬ ডিসেম্বর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে একটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ান চিরঞ্জীব বড়ূয়া নামে পুলিশের একজন উপ-পরিদর্শক। কেন্দ্র না ছাড়লে তিনি সাংবাদিকদের আটক করার হুমকি দেন। সাংবাদিকরা তাঁকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে দায়িত্ব পালন এবং সংযত আচরণের পরামর্শ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, 'আমি এসপি সাহেবের ডিউটি করছি। নির্বাচন কমিশনের নির্দেশনা মানার সময় নেই।' (প্রথম আলো, ২৬ ডিসেম্বর ২০২১)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৮ অক্টোবর ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে যে ঘটনা ঘটল, তা গত বছরের ডিসেম্বরের ওই ঘটনাটি সামনে এনেছে। কেননা, এর পরদিন ৯ অক্টোবর সমকালের প্রধান শিরোনাম- 'মাঠ প্রশাসন থেকে ধাক্কা খেল নির্বাচন কমিশন।'