অ্যাপ স্টোরের মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা অন্যের স্ট্যাটাসে রিঅ্যাকশন দিতে পারবে। ফিচারটি এতদিন শুধু অ্যান্ড্রয়েড প্লাটফর্মেই ছিল। খবর গ্যাজেটসনাউ।
স্ট্যাটাস আপডেট রিঅ্যাকশনের পাশাপাশি কল লিঙ্কসসহ আরো কয়েকটি ফিচার যুক্ত করছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। অ্যাপ স্টোর চেঞ্জলগে আনুষ্ঠানিকভাবে নতুন ফিচার চালুর ঘোষণা দেয়া হয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে ব্যবহারকারীরা স্ট্যাটাস রিঅ্যাকশন ফিচার ব্যবহার করতে পারবে। আগে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটির বেটা ভার্সন পরীক্ষা করেছিল প্লাটফর্মটি। স্ট্যাটাস আপডেট রিঅ্যাকশন ফিচারে ইমোজিও ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। তবে সরাসরি হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মেসেজিং ইমোজি থেকে ভিন্ন এটি। চোখে ভালোবাসার অভিব্যক্তি, আনন্দের কান্না, হাঁ করা মুখ বা আশ্চর্য হওয়া, কান্না মুখ, ভাঁজ করা হাত, হাততালিসহ আরো অনেক রকমের ইমোজি রয়েছে। এ ইমোজিগুলো আইফোন ব্যবহারকারী স্ট্যাটাস আপডেট করলে ব্যবহার করতে পারবে।