২০২৩ সালে বড় ধরনের মন্দার কবলে পড়বে যুক্তরাজ্য

বণিক বার্তা প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ১০:০৬

আগামী বছর প্রত্যাশার তুলনায় বড় ধরনের মন্দার সম্মুখীন হতে যাচ্ছে যুক্তরাজ্য। এমনই পূর্বাভাস দিয়েছে ওয়াল স্ট্রিটভিত্তিক ব্যাংক গোল্ডম্যান স্যাকস। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠানটির সংশোধিত প্রাক্কলনে বলা হয়, সুদের হার ও মূল্যস্ফীতি পূর্বানুমানের তুলনায় কম হলেও এ মন্দা এড়াতে পারবে না দেশটি। খবর দ্য গার্ডিয়ান।


নিউইয়র্কভিত্তিক ব্যাংকটি তার সর্বশেষ পূর্বাভাসে জানায়, যুক্তরাজ্যের অর্থনীতি ২০২৩ সালে শূন্য দশমিক ৪ শতাংশ নয়, বরং ১ শতাংশ সংকুচিত হতে পারে, যা আগের অনুমানের তুলনায় বেশি। এর আগে ব্যাংকটির পক্ষ থেকে শূন্য দশমিক ৪ শতাংশ সংকোচনের আভাস দেয়া হয়।


গোল্ডম্যান স্যাকসের পক্ষ থেকে বলা হয়, করপোরেট করের পরিমাণ ২৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা—এরপর প্রধানমন্ত্রী লিজ ট্রাসের তা থেকে সরে দাঁড়ানো, যা ছিল তার অন্যতম নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি—সব মিলিয়ে ব্রিটেনের চলমান অস্থির রাজনৈতিক আবহ এখানে অনুঘটক হিসেবে কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us